• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ছাত্রীদের শ্লীলতাহানি: চট্টগ্রামে লম্পট শিক্ষক

| এপ্রিল 27, 2014 | 0 Comments

দেশের খবর: চট্টগ্রামের রাউজানে বহু ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং কৌশলে তা ভিডিও করে মোবাইলে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক লম্পট শিক্ষককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাসেল তিন বছর ধরে বিদ্যালয়ে বাণিজ্য শাখার শিক্ষক হিসেবে কর্মরত থাকার সুবাদে বিদ্যুৎ কেন্দ্রের পাশেই একটি কোয়ার্টারে থাকতেন। এতে ছাত্রীদের প্রাইভেট পড়ানোর নামে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে তা ল্যাপটপের মাধ্যমে ভিডিও ধারণ করে রাখতেন। পরে ধারণকৃত এসব ভিডিও   এলাকার বিভিন্ন জনের মোবাইল ফোনে ছড়িয়ে দেয়া হয়।

বিভিন্ন ছাত্রীর কাছ থেকে অভিযোগের ভিত্তিতে আজ (শনিবার) বিকেলে ওই কুলাঙ্গার শিক্ষকের ল্যাপটপটি জব্দ করে স্থানীয়রা। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে গণধোলাই দেয়। এরপর রাসেলকে জুতার মালা পরিয়ে ও মাথা ন্যাড়া করে রাউজান থানায় সোপর্দ করা হয়। এ সময় রাসেল জনগণের কাছে তিন ছাত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে।   

বিষয়টি নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু বলেন, শিক্ষক রাশেল শিক্ষকতার নাম দিয়ে বিভিন্ন ছাত্রীকে যৌন মিলনের মত অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। ওই অনৈতিক কাজের ভিডিওগুলো এখন রাউজানসহ বিভিন্ন জায়গায় মোবাইল মোবাইলে পৌঁছে গেছে। এ পর্যন্ত আমরা ৪টি ভিডিও ক্লিপস আমরা দেখেছি। যেগুলোতে এ বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণীর ছাত্রীদের সাথে রাসেলের অবৈধ মেলামেশার চিত্র রয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

 এদিকে, লম্পট শিক্ষক রাসেল কবিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত  করা হয়েছে বলে জানান রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী স্বপন কান্তি চক্রবর্তী।

 রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, শিক্ষক রাসেল কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার ঘটনাটি রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে জানানো হলে তিনি লম্পট শিক্ষক রাসেল কবিরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আদালতে পাঠানোর নির্দেশ দেন।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply