• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সাইবার নিরাপত্তা নিয়ে নজিরবিহীন মহড়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ

| মে 6, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: চলতি মাসে ইউরোপে সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি মহড়া অনুষ্ঠিত হবে।  ‘সাইবার ইউরোপ ২০১৪’ নামের এ মহড়ায় ইউরোপীয় ইউনিয়ন ও বাইরের ২০০ সংস্থা এবং সাইবার নিরাপত্তার সঙ্গে জড়িত ৪০০ বিশেষজ্ঞ যোগ দেবেন। সাইবার নিরাপত্তা নিয়ে এর আগে এত বিশাল এবং জটিল মহড়া আর হয়নি।

 কোনো ব্যক্তি বা সংস্থার কম্পিউটারে হামলা চালিয়ে যখন তথ্য হাতিয়ে নেয়া হয় কিংবা চেষ্টা করা হয় তখন তাকে সাইবার হামলা হিসেবে গণ্য করা হয়। কম্পিউটার নেটওয়ার্ককে অচল করে দেয়ার লক্ষ্য নিয়ে কোনো অপরাধী চক্র এমনকি সরকার  এ জাতীয় হামলা চালাতে পারে।

 ইউরোপীয় ইউনিয়নের হিসাব মতে, সাম্প্রতিক বছরগুলোতে এ জাতীয় হামলার ব্যাপকতা এবং মাত্রা অনেক বেড়েছে। কোনো কোনো সাইবার অপরাধ রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে গেছে। এ ছাড়া, ছোট খাট কম্পিউটার ভাইরাসের সংখ্যা বৃদ্ধিও জটিল সমস্যা হয়ে দেখা দিয়েছে।

 সাইবার হামলার মুখে ইউরোপের অনেকটাই অসহায়। ২০১৩ সালে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ২০১১ সালে ইউরোপীয় সংসদ ও ইউরোপীয় কমিশনে  সাইবার হামলার মধ্য দিয়ে তা ফুটে উঠেছে।

এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাশিয়া থেকে যে গ্যাস সরবরাহ করা হয় তার ওপর নজরদারি প্রয়োজন রয়েছে। এ গ্যাস কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যন্ত চৌকস  গ্রিডের মাধ্যমে সরবরাহ হয়। এ গ্রিডও সুরক্ষিত নয় বলে ধারণা করা হচ্ছে।

 অবশ্য, তা সত্ত্বেও ‘সাইবার ইউরোপ ২০১৪’ কতটা সফল হবে তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। সরকারের সহযোগিতার অভাবেই এমন আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করেন বেলজিয়ামের লিউভেন ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশেষজ্ঞ বার্ট প্রিনিল।

এ ছাড়া, সরকার নিজেই অনেক সময় সাইবার হামলা চালিয়ে থাকে। আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্য থেকে এটি পরিষ্কার হয়ে গেছে। সরকারি এই সাইবার হামলা শেষ পর্যন্ত কীভাবে সামাল দেয়া যাবে সে প্রশ্ন করেছেন বিশেষজ্ঞরা।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply