ইউক্রেন-রাশিয়া সর্বাত্মক যুদ্ধ আসন্ন! ওবামাকে তৈরি হতে বললেন ব্রেজিনস্কি
আন্তর্জাতিক: সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেবিগনিউ ব্রেজিনস্কি ইউক্রেনের পাশ্চাত্যপন্থী অন্তর্বর্তী সরকারের হাতে অস্ত্র তুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন।
শীতল যুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই রাজনীতিবিদ পলিটিকো ম্যাগাজিনে প্রকাশিত এক কলামে লিখেছেন, ইউক্রেন সরকারের কাছে নগর-যুদ্ধের জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র পাঠানো উচিত। তার কলামে বলা হয়েছে, ইউক্রেন সরকার ও তার সমর্থক মিলিশিয়ারা যদি অস্ত্রসাহায্যের ব্যাপারে আমেরিকার ওপর পরিপূর্ণভাবে নির্ভর করতে পারে তাহলে তারা রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে।
সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টার মতে, ইউক্রেন সংকট বিদ্যমান বিশ্ব ব্যবস্থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। ব্রেজিনস্কি মনে করেন, ইউক্রেনের জন্য হুমকি হয়ে উঠেছে রাশিয়া; কাজেই কিয়েভকে এতখানি পৃষ্ঠপোষকতা দেয়া উচিত যাতে সে মস্কোর বিরুদ্ধে যুদ্ধে জিততে পারে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে গত কয়েকদিন ধরে যে সহিংস ঘটনা ঘটছে সে ব্যাপারে এ কলাম লিখেছেন ব্রেজিনস্কি। ইউক্রেন সরকার তার অনুগত সেনাদেরকে ওই অঞ্চলের স্লাভিয়ানস্ক শহর থেকে রুশপন্থী বিক্ষোভকারীদের উৎখাত করার জন্য অভিযান চালাচ্ছে। এ অভিযানে এ পর্যন্ত প্রায় ৫০ জন নিহত ও অপর অন্তত ২৫০ লোক আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই রুশপন্থী বিক্ষোভকারী।
অনেক রাজনৈতিক বিশ্লেষক ব্রেজিনস্কির মতো মনে করেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের এ সহিংসতাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মস্কো এ পর্যন্ত বহুবার ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষি জনগণের ওপর সামরিক অভিযান চালানোর ব্যাপারে কিয়েভকে সতর্ক করে দিয়েছে। মস্কো বলেছে, রুশ বংশোদ্ভূত জনগোষ্ঠীর ওপর দমন অভিযান মেনে নেয়া হবে না।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত রুশ বংশোদ্ভূত জনগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা দেয়াকে ক্রেমলিন তার দায়িত্ব মনে করে। এখানে স্মরণ করিয়ে দেয়া যেতে পারে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য প্রেসিডেন্ট পুতিনকে অনুমতি দিয়ে রেখেছে রুশ পার্লামেন্ট দুমা। এ কারণে কোনো কোনো বিশ্লেষক ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য সামরিক হস্তক্ষেপকে অসম্ভব মনে করছেন না। আর সে আশঙ্কাকে সামনে রেখেই সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ব্রেজিনস্কির মতো লোকেরা ওয়াশিংটনকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক