• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আলোচনায় বসুন: ইউক্রেন এবং রুশপন্থিদের প্রতি পুতিন

| মে 6, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: চলমান সংকট নিরসনে ইউক্রেন কর্তৃপক্ষ এবং রুশপন্থি বিক্ষোভকারীদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 (রোববার) জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে টেলিফোন সংলাপের সময় এ আহ্বান জানান তিনি। ইউক্রেনের উত্তেজনা কমাতে আন্তর্জাতিক কার্যকর প্রচেষ্টা আরো অনেক বেশি জোরদার করা দরকার বলে দু নেতা একমত হন।

 সম্প্রতি পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে যে বৈঠক হয়েছে তার ভিত্তিতে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহ করা নিয়েও রুশ প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর আলোচনা করেন।

 বকেয়া গ্যাস বিল পরিশোধ না করলে আগামী জুন মাস থেকে ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে মস্কো।

 এর আগে, গতকাল দিনের প্রথম ভাগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের চলমান সামরিক অভিযান শিগগিরি বন্ধ করার জন্য আমেরিকার প্রভাব কাজে লাগাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি আহ্বান জানান।

 গত ১৭ এপ্রিল ইউক্রেন সংকট সমাধানে আমেরিকা, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন একটি চুক্তিতে সই করে। এ চুক্তি অনুসারে সব পক্ষ ইউক্রেনের সহিংসতা কমাতে সহযোগিত করবে এবং কোনো ধরনের সামরিক ব্যবস্থা ছাড়াই সমস্যা সমাধানের পথ খোঁজা হবে। কিন্তু ইউক্রেনের অন্তর্বর্তী সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। রাশিয়ার বিশেষ বাহিনী ইউক্রেন পরিস্থিতিকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন। মস্কো এ অভিযোগকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply