• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মাদারীপুর জেলা এসোসিয়েশন,ফ্রান্স’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

| জানুয়ারী 19, 2015 | 0 Comments

26ইউরোবিডি কমিউনিটি সংবাদ, প্যারিসঃ প্রবাসে দেশের শিকড় এই স্লোগানকে সামনে রেখে গত ১৮ই
জানুয়ারী  ফ্রান্সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো
মাদারীপুর জেলা এসোসিয়েশন,ফ্রান্স | মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স’র
সভাপতি সরোয়ার হোসেন হীরা’র  সভাপত্তিতে ও প্রচার সম্পাদক  অহিদুজ্জামান টিপু
ও সাংগঠনিক সম্পাদক রানা রহমানের পরিচালোনায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কুন্সোলার হজরত আলী খান এবং বিশেষ অতিথির
আসন গ্রহণ করেন বাংলাদেশ বিজনেস কনসাল্টিং’র প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ|
উক্ত অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্রান্স’র সকল
সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবিন্দুগণ উপস্থিত ছিলেন| এসময় প্রধান
অতিথি উনার বক্তব্যে বলেন মাদারীপুর এসোসিয়েশন ফ্রান্স যে লক্ষ্য এবং উদ্দেশ্য
নিয়ে যাত্রা শুরু করেছে আমার বিশ্বাস তারা তাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে এবং
তার জন্য বাংলাদেশ দূতাবাস থেকে  যত রকমের সাহায্য দরকার দূতাবাস কর্তিপক্ষ
তার সবই করবে| বাংলাদেশ বিজনেস কনসাল্টিং’র প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ
বলেন ফ্রান্সে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের হয়ে মাদারীপুর এসোসিয়েশন
ফ্রান্স কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি উক্ত সংগঠনের উত্তর উত্তর
সফলতা কামনা করছেন| উক্ত সংগঠনের নবনির্বাচিত সভাপতি সরোয়ার হোসেন হীরা  তার
বক্তব্যে বলেন ফ্রান্সে বসবাসরত মাদারীপুর বাসী সহ সকল প্রবাসী বাংলাদেশীদের
উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্যেই আমাদের এই সংগঠন| অনুষ্ঠানে আগত সকল প্রবাসী
বাংলাদেশীদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার
জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন|
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা এসোসিয়েশন, ফ্রান্স’র সাধারণ
সম্পাদক মো: সোহেল হোসেন , ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্স’র সভাপতি শাজাহান
রহমান ,স্পেন  থেকে আগত মো : শফিক খান প্রমুখ| প্রথম পর্বের সমাপ্তির পর পরই
শুরু হয় এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত
পরিবেশন   করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত রুমি একের পর এক
গান পরিবেশনের মধ্যে দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন রুমি প্রবাস ব্যস্ত জীবনে
প্রিয় শিল্পীকে পেয়ে দর্শকরাও যেন কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল যে তারা দেশে
নয় বিদেশে বসবাস করছেন| এছাড়াও উক্ত সংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন
লন্ডন থেকে আগত  জনপ্রিয় শিল্পী রওশন আরা মনি ও স্পেন থেকে আগত জনপ্রিয় শিল্পী
জিনাত শফিক | উক্ত সংস্কৃতিক সন্ধ্যায় নিত্য পরিবেশন করেন ফ্রান্স’র জনপ্রিয়
নিত্য দল অর্কিড,মাটির পুতুল,দেশী ডিজে| উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে
ছিলেন মাদারীপুর জেলা এসোসিয়েশন, ফ্রান্স’র প্রধান মাহবুব খান|

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply