জামাত-বিএনপি’র অপরাজনীতি, জালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী পেশাজীবী লীগের সভা অনুষ্ঠিত
লন্ডন থেকে এস কে সালাম:: বাংলাদেশ আওয়ামী পেশাজীবীলীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে ২৫ জানুয়ারি পূর্ব লন্ডনের কমিউনিটি সেন্টারে তারেক জিয়ার বন্ধুকে নিয়ে নানা বক্তব্যের প্রতিবাদ, খালেদা জিয়াকে গ্রেফতার ও জামাত-বিএনপি’র অপরাজনীতি, জালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে এক সভার আয়োজন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী পেশাজীবীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মো: মোহাইমিন পারভেজ এর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য আওয়ামী পেশাজীবীলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা মো: শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী মোহাম্মদ আহসান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, ম্যানচেষ্টার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেল, ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মো: আব্দুল বাসিত।
সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দছাড়াও বক্তব্য রাখেন মো: আব্দুর রব, সাবেক ছাত্রনেতা হাসান মো: ওয়াহিদ, রুহেল আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপ্রাপ্ত সভাপতি এম এ জাকির খান, শরীফ আহমদ, এস কে সালাম, বাবর আহমদ ও মাহিদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ চৌধুরীসহ সকল বক্তারা তারেকের বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে খালেদা জিয়াকে গ্রেফতারের জোর দাবী জানান।
সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য পেশাজীবীলীগের সভাপতি মো: মোহাইমিন পারভেজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিএনপি জামাতিদের জালাও পুড়াও অপরাজনীতি বন্ধের জন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এদিকে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কনভেনার ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ ও সংগঠনের কেন্দ্রীয় ডেপুটি কনভেনার ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকসহ সংগঠনের সকল শাখা কমিটির নেতৃবৃন্দ এবং ওল্ডহাম যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সৈয়দ ছাদেক আহমদ ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীপেশাজীবীলীগ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দনবার্তায় নেতৃবৃন্দ যুক্তরাজ্য আওয়ামীপেশাজীবীলীগের পূর্ণাঙ্গ কমিটি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে বৃটেনের মাটিতে আরও বলিষ্ট ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং পেশাজীবীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সুন্দর কমিটি গঠন করে দেওয়ার জন্য বৃটেন প্রবাসীদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Category: Community news 1st page, Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ