এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর মুক্তির দাবীতে প্যারিসে প্রতিবাদ সভা।
ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের, রিমান্ডে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী করেছেন ফ্রান্সে অবস্হানরত এনটিভি দর্শকগন।
এসময় বক্তব্য রাখেন গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন এর সভাপতি সর্বজন শ্রদ্ধেয় এম এ তাহের,গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন এর সভাপতি শাহজাহান মোল্লা,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মা্ন্নান আজাদ,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি হেনু মিয়া,মানবাধিকার সংগঠন উত্তরন এর সভাপতি মমতাজ আলো,ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মনির হোসেন,জিএমজি বাংলা ট্রেড ইন্টারন্যাশনেল এর চেয়ারম্যান কবীর হোসেইন পাটোয়ারী,সিলেট গোলাপগন্জ হেল্পীং হ্যান্ডস এর সভাপতি আমিনুর রহমান,বাংলা এক্সপ্রেসের প্রধান সম্পাদক আওয়াল রহমান দ্বীপ,গ্রেটার সিলেটের সহ সাধারন সম্পাদক জুনেদ আহমদ,আর্টিষ্ট এন্ট এর চেয়ারম্যান সাইফুল ইসলাম,ওলামা পরিষদ ফ্রান্সের সভাপতি হাফিজ ওয়াহিদুর রহমান,রুবি আক্তার,সৈয়দ জালাচ্ছুজামান,ফেরদৌস করিম আখন্জি,মাসুম,প্রমুখ।
এ্যাটকো‘র সভাপতি মোসাদ্দেক আলী একজন গণমাধ্যম ব্যক্তিত্ব । তাকে সাজানো মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়া দুঃখজনক । মোসাদ্দেক আলীর মতো গণমাধ্যমের একজন কর্ণধারকে অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানোর মামলায় জড়িয়েছে। প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। অবিলম্বে এ মামলা থেকে মোসাদ্দেক আলীর নাম প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার দাবি জানান প্রবাসীরা।
Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ