• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ইউকে এর নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

| ফেব্রুয়ারী 21, 2015 | 0 Comments

syletইউরোবিডি কমিউনিটি সংবাদ:

 লন্ডন থেকে তৌফিক আলী মিনার :: প্রবাসী বাংলাদেশেীদের ভোটাধিকার, ভারতের দিল্লী থেকে বৃটিশ ভিসা অফিস বাংলাদেশে ফেরত এবং প্রবাসী বাংলাদেশীদের বিমান বন্দরে হয়রানী বন্ধের দাবী সম্মলিত বিভিন্ন দাবী দাওয়াসহ জাতীয় ইস্যু নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) এর জাতীয় নির্বাহী পরিষদের সভা রবিবার বৃটেনের ওয়েষ্ট ইয়র্ক শায়ারের ব্রাডফোর্ড শহরে অনুষ্ঠিত হয়।
জিএসসি’র জাতীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব নূরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল সৈয়দ আব্দুল কাইয়ুম কায়ছারের পরিচালনায় সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, স্বাগত বক্তব্য রাখেন মেম্বারশীপ সেক্রেটারী মো: ফয়জুর রহমান চৌধুরী।

সভায় প্রবাসী বাংলাদেশেীদের বিভিন্ন দাবী দাওয়া ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ দিয়ে বৃটেন ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান এবং সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্যের আলোকে সভায় বক্তব্য রাখেন সংগঠনের পেট্রোন কে এম আবু তাহের চৌধুরী, চ্যারিটি এডভাইজার মো: মনছর আলী জে, পি, সাবেক চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, সিনিয়র কেন্দ্রীয় সদস্য মিয়া মনিরুল আলম, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মির্জা আসহাব বেগ, ভাইস চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল মছব্বির এম বি ই, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সোরাবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল রকিব সিকদার, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী যথাক্রমে মকিস মনসুর আহমদ, মোহাম্মদ খছরু খান, ড: মুজিবুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান রানা, কেন্দ্রীয় প্রেস সেক্রেটারী আলহাজ্ব তৌফিক আলী মিনার, জয়েন্ট ট্রেজারার মোহাম্মদ সালেহ আহমেদ, অর্গেনাইজিং সেক্রেটারী ইকবাল আহমেদ চৌধুরী, জয়েন্ট অর্গেনাইজিং সেক্রেটারী মো‏হাম্মদ আশরাফ মিয়া, এডুকেশন সেক্রেটারী মঞ্জুর রেজা চৌধুরী, ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স সেক্রেটারী মো: আব্দুল মালিক, জয়েন্ট ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স সেক্রেটারী মো: আব্দুল আজিজ, ইমিগ্রেশন এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারী ব্যারিষ্টার মাসুদ চৌধুরী, জয়েন্ট মেম্বারশীপ সেক্রেটারী মো: শামিম আহমেদ চৌধুরী, ইয়ুথ এন্ড স্পোর্টস সেক্রেটারী ফজলুল করিম চৌধুরী, জয়েন্ট স্পোর্টস সেক্রেটারী আব্দুল মালিক কুটি, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আরজু মিয়া এম.বি.ই সহ জিএসসি নর্থ রিজিওন, নর্থ ওয়েষ্ট রিজিওন, স্কটল্যান্ড রিজিওন, ওয়েষ্ট মিডল্যান্ড, ইষ্ট মিডল্যান্ড, সাউথ ইষ্ট, সাউথ ওয়েলস, সাউথ ওয়েষ্ট, নর্থ ইষ্ট, চেষ্টার এন্ড নর্থ ওয়েলস, দি সাউথ রিজিওন, ইষ্ট আংলিয়া রিজিওন ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাপক আলোচনার পর কেন্দ্রীয় কমিটিতে কো অপ্ট করার জন্য ৫২ জন প্রার্থীর মধ্যে সর্ব সম্মতিক্রেম ১২জনে কেন্দ্রীয় কমিটিতে কো-অপ্টেড করা হয়। তারা হলেন সৈয়দ মুজিবুর রহমান (নর্থ ওয়েষ্ট রিজিয়ন), শেখ মোহাম্মদ শাজাহান আহমদ তরফদার (সাউথ ওয়েষ্ট), ব্যারিষ্ার আব্দুল মজিদ তাহের (ইষ্ট মিডল্যান্ড রিজিওন), মো: হারুনুর রশিদ (সাউথ ইষ্ট), মো: নিজাম উদ্দীন (সাউথ ইষ্ট), মো: আবুল কালাম (সাউথ ইষ্ট), মো: খেলু মিয়া (ইষ্ট আংলিয়া), মো: নজরুল ইসলাম (স্কটল্যান্ড), মো: জসিম উদ্দীন  (চেষ্টার এন্ড নর্থ ওয়েলস), আহসামুজ্জামান আরিফ (নর্থ ইষ্ট) শাহ মোহাম্মদ শাফি (সাউথ ওয়েলস)।

বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ব বৃহৎ সামাজিক সংগঠনটি দীর্ঘ ২৩ বছর যাবত প্রবাসীদের সার্বজনীন দাবী দাওয়া আদায়ের ব্যাপারে অগ্রনী ভ’মিকা পালন করে আসছে। সভায় আগামী ৩১শে মার্চের মধ্যে সকল রিজিওন শাখা, প্রশাখা কমিটিগুলোর বার্ষিক সভা করে রিপোর্ট পেশ করার জন্য এবং জাতীয় নির্বাহী কমিটির বার্ষিক সভা ২৪শে মে ২০১৫ নির্ধারন করা হয়।
সভায় প্রবাসীদের বেশ কয়েকটি দাবী ও প্রস্তাব বৃটেন ও বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরা হয়।
প্রস্তাবলী পাঠ করেন জয়েন্ট সেক্রেটারী মকিস মনসুর আহমদ। যুক্তরাষ্টের বিভিন্ন শহর থেকে আগত জিএসসি’র নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় চেয়ারপার্সন আলহাজ্ব নূরুল ইসলাম মাহবুব সভার সমাপ্তি ঘোষণা করেন।

Category: 1stpage, Community news 1st page, Community UK, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply