• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের অভারভিলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

| ফেব্রুয়ারী 22, 2015 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:

উদীচী শিল্পী গোষ্ঠী, ফ্রান্স সংসদ ও বাংলাদেশ দুতাবাসের আয়োজনে প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্যারিসের অভারভিলায় নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা ও ভালবাসার সাথে প্যারিস প্রবাসীরা স্মরন করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরুপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে শহীদ মিনার। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে মহান ভাষা দিবস পালন করেছে উদীচী।

 জানান, শিশু-কিশোর, তরুন-তরুনীদের গালে ছিল আল্পনা, গায়ে ছিল কালো ব্যাচ। অনেকের মাথায় ছিল একুশের শ্লোগান লিখা ফিতা। আর কারো বুকে ছিল শোকের প্রতীক কালো ব্যাচ। প্রভাত ফেরিতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী-আমি কি ভূলিতে পারি,গানের সাথে একে একে শহীদ মিনারে ফুল দেয় বাংলাদেশ দুতাবাস,উদীচী ফ্রান্স সংসদ, অভারভিলা মেরী, ফ্রান্স আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, জাতীয়তাবাদি মহিলা দল, ঢাকা বিভাগ এসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব, একুশে উদযাপন পরিষদ, স্বরলিপী শিল্পীগোষ্ঠী, চাঁদপুর সমিতি, মাদারীপুর জেলা সমিতি সহ ফ্রান্সের বিভিন্ন সংগঠন।

এসময় উপস্হিত সবার উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্রদুত ফ্রান্স এম শহীদুল ইসলাম, অবারভিলা মেয়র পাসকেল বধু, উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরনময় মন্ডল ও সাধারন সম্পাদক দুলাল।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবীতে ছাত্র-যুবকসহ সর্বস্তরের জনতা বুকের তাজা রক্ত দিয়ে ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল। তাদের সেই সংগ্রাম ও ত্যাগের স্মরনে জানাতে আসা সব বয়সী মানুষের পোষাক-পরিচ্ছদে ছিল একুশের ছাপ।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply