• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাশিয়ার আপত্তি সত্ত্বেও পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়াবে ন্যাটো

| ফেব্রুয়ারী 22, 2015 | 0 Comments

NATOআন্তর্জাতিক:

রাশিয়ার কথিত হুমকি মোকাবেলায় পূর্ব ইউরোপের প্রতিটি দেশে ন্যাটো বাহিনী নিজের সামরিক উপস্থিতি বাড়াবে বলে মার্কিন নেতৃত্বাধীন সংস্থাটি হুমকি দিয়েছে।

 ইউরোপে ন্যাটো প্রধান জেনারেল আদ্রিয়ান ব্রাডশো বলেছেন,খুব শিগগিরি পূর্ব ইউরোপের দেশগুলোতে সমন্বিত সামরিক ইউনিট  স্থাপন করা হবে। প্রয়োজনে এসব ইউনিটে ন্যাটো সেনাদের মোতায়েন করা হবে বলে তিনি জানান।

 ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ন্যাটো সম্প্রতি বাল্টিক তীরবর্তী দেশগুলোতে  সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। রাশিয়া ন্যাটোর এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেছে, এই ধরণের সামরিক সম্প্রসারণ মস্কোর প্রতি সরাসরি হুমকি।  

 মস্কো ইউক্রেন সংকটের প্রধান মদদদাতা বলে পাশ্চাত্যের কিছু দেশ ও কিয়েভ অভিযোগ করে আসছে। মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি অস্ত্রধারী ও কিয়েভের সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

 রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার লুকাশেভিচ চলতি সপ্তাহে বলেছেন, ন্যাটোর সামরিক সম্প্রসারণ কার্যক্রম বাল্টিক তীরবর্তী দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছে। 

 ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বাল্টিক সাগরের তীরে অবস্থিত লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোন তৎপরতার বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে দেয়ার পরই মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিল। এছাড়া, রাশিয়ার যেকোন আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ফ্যালন।

Category: Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply