• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে ফ্রান্সের এমপিদের সাক্ষাৎ; প্যারিসের নিন্দা

| মার্চ 4, 2015 | 0 Comments

paris ইউরো সংবাদ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে ফ্রান্সের তিন এমপি’র সাক্ষাতের ঘটনায় নিন্দা জানিয়েছে প্যারিস সরকার।

 ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভল্স বলেছেন, “এ ধরনের দুঃসাহসী কাজের জন্য আমি তাদের নিন্দা জানাই।” ভল্স তার ভাষায় আরো বলেছেন, “আগাম কোনো বার্তা দেয়া ছাড়াই সংসদ সদস্যদের একজন কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া এক ধরনের নৈতিক অধঃপতন।”

 (বুধবার) সিনেটর এবং সিরিয়া-ফ্রান্স মৈত্রী সমিতির সভাপতি জিন-পিয়েরে ভিয়ালের নেতৃত্বে ফ্রান্সের তিন এমপি সাক্ষাৎ করেন। তাদের একজন বলেছেন, আমরা প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করে একটা ভালো সময় কাটিয়েছি। তিনি এ সাক্ষাৎ অনুষ্ঠানকে চমৎকার বলে অভিহিত করেন। প্রতিনিধিদলটি সিরিয়া সফরকে ব্যক্তিগত ভ্রমণ বলে উল্লেখ করে বলেছে, দেশটিতে আসলে কি হচ্ছে তা দেখার জন্য তারা সেখানে গিয়েছিলেন।

 সাক্ষাৎ অনুষ্ঠানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করলে সবার জন্য একটা ভালো ফলাফল বেরিয়ে আসবে এবং শিগগিরি আমরা একটা দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন দেখতে পাব।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply