যান্ত্রিক সমস্যায় বন্ধ হলো ফ্রান্সের সবচেয়ে পুরনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র
ইউরো সংবাদ: ফ্রান্সের সবচেয়ে পুরনো পরমাণু বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য সমস্যাটি কোনো হুমকি হয়ে দেখা দেয় নি বলে দাবি করা হয়েছে।
ফরাসি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা ইডিএফ এক বিবৃতিতে বলেছে, মেশিন কক্ষের একটি পাইপে গোলযোগ দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে ফেসেইনহেইম কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। জার্মানি এবং সুইস সীমান্তের কাছে অবস্থিত এ বিদ্যুৎ কেন্দ্রে কোনো পরমাণু উপাদান নেই বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। উৎপাদনের সঙ্গে জড়িত ইউনিটে এ গোলযোগ দেখা দিয়েছে এবং এ জাতীয় গোলযোগ গত এপ্রিলের ৯ তারিখেও দেখা দিয়েছিল। সে সময় পানি সরবরাহকারী একটি পাইপে ছিদ্র পাওয়া গিয়েছিল।
১৯৭৭ সালে চালু হওয়া এ কেন্দ্রে দু’টি ৯০০ মেগাওয়াটের পরমাণু চুল্লি রয়েছে। ফ্রান্সের গ্রিন পার্টি বহুদিন ধরে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধের দাবি জানিয়ে আসছে। পূর্ব ফ্রান্সের ভূমিকম্প উপদ্রুত এলাকায় এ কেন্দ্রটি অবস্থিত।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ