• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ভারতে দাবদাহে মৃত্যুর মিছিল, শান্তির বারির অপেক্ষায় কোটি মানুষ

| জুন 1, 2015 | 0 Comments

indiaতীব্র দাবদাহে পুড়ছে ভারতের বেশ কয়েকটি রাজ্য৷ বৃষ্টির দেখা নেই৷ কোথাও কোথাও তাপমাত্রা ৫০ ডিগ্রিতে উঠেছে৷ এ পর্যন্ত মারা গেছে অন্তত ১৪শ’ মানুষ৷

তিষ্ঠ ক্ষণকাল

দাবদাহে সবচেয়ে অসহায় অবস্থা ছিন্নমূল মানুষদের৷ নিজের ঘর-বাড়ি নেই বলে পথই তাঁদের ঠিকানা৷ হায়দ্রাবাদের এই গৃহহীন তীব্র গরম সইতে না পেরে তাই পথের পাশেই শুয়ে পড়েছেন৷ একটু জিরিয়ে না নিলে যে বাঁচা দায়!

দীর্ঘ দগ্ধ দিন

অনেকদিন হলো বৃষ্টির দেখা নেই৷ মাথার ওপরে অগ্নি আকাশ৷ আগুনে তাপ থেকে বাঁচতে নাক-মুখ-চোখ সব ঢেকে তবেই বাইরে এসেছেন একজন৷ উত্তর এবং দক্ষিণ ভারতের কিছু অংশে শিগগিরই মৃদু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তবে জুন মাসের আগে দাবদাহ থেকে পুরোপুরি মুক্তির সম্ভাবনা খুব ক্ষীণ৷

অসহায় পুলিশ

নতুন দিল্লিতেও ভয়াবহ অবস্থা৷ অসহ্য গরমে স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত৷ দিনের আলোয় খোলা আকাশের নীচে দাঁড়ানো প্রায় অসম্ভব৷ ছবির এই পুলিশ তাই একটু ছায়ার আশ্রয়ে৷

পুকুর শুকিয়ে ‘ডোবা’

এলাহাবাদের ফাফামাউ গ্রামের এই জলাশয় কিছুদিন আগেও বড়সড় একটা পুকুর ছিল৷ সেই পুকুরের এই অবস্থা৷ হাঁটু জলে হেঁটে হেঁটেই মাছ খুঁজছেন জেলেরা৷

জলশয্যা

এটিও অন্ধ্র প্রদেশের ছবি৷ গরম থেকে বাঁচতে নদীবক্ষে আশ্রয় নিয়েছেন একজন৷ স্রোতে এমনভাবে গা ভাসিয়েছেন যেন বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন৷

শান্তির বারি

এলাহাবাদের এক ট্রেনযাত্রী যাত্রা শুরুর আগেই গরমে কাহিল৷ এক রেলকর্মীর সহায়তায় প্ল্যাটফর্মের কলের সঙ্গে সংযুক্ত পাইপ নিয়ে ট্রেনেই সেরে নিলেন গোসল৷

আনন্দ

পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ শহরে তাপমাত্রা সেদিন ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেড৷ দুটি কিশোর নেমে পড়ল সবরমতি নদীতে৷ গরম থেকে ক্ষণিকের নিস্তার তো মিললই, পাশাপাশি ‘সমারসল্ট’, অর্থাৎ শূন্যে ডিগবাজি খেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ার আনন্দও উপভোগ করা হলো চুটিয়ে৷

‘বর্ষণ যাচে যথা’

রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘‘তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা/ কাতর অন্তর মোর লুণ্ঠিত ধূলি ‘পরে৷’’ গরমে অতিষ্ঠ এই নির্মাণ শ্রমিকও লুটিয়েই পড়ছিলেন৷ টুকরিতে শরীরটা রেখে দেয়ালে মাথাটা এলিয়ে দিয়ে বেঁচে থাকার চেষ্টাই করছেন তিনি৷

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ব্রেকিং নিউজ

About the Author ()

Leave a Reply