‘সিরিয়ার সঙ্গে আলোচনা করে আইএসআইএল বিরোধী পদক্ষেপ নিন’
আন্তর্জাতিক: সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা করে উগ্রবাদী আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, আইএসআইএল’র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে এবং এখনই থামানোর ব্যবস্থা না করলে এ গোষ্ঠী বহুদূর এগিয়ে যাবে।
ব্লুমবার্গ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব কথা বলেছেন। তিনি বলেন, “আমার কাছে এটা খুবই স্পষ্ট যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় না করে সিরিয়ায় আইএসআইএল বিরোধী বিমান হামলা চালানো সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করা জরুরি। কিন্তু মুশকিল হলো, মার্কিন কর্মকর্তারা এ কথাকে আমলে নেবে না শুধুমাত্র আদর্শগত কারণে।” ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইএসআইএল সন্ত্রাসীরা এরইমধ্যে ইরাক ও সিরিয়ার অনেক জায়গা দখল করেছে এবং লিবিয়ার দিকে হাত বাড়িয়েছে। এ অবস্থায় তাদরে বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে।
আইএসআইএল সমস্যা নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যখন পশ্চিমা জোটের বৈঠক হচ্ছে তখন ল্যাভরভ এসব কথা বললেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ