আইএসআইএলের পক্ষে লড়াইয়ে ১১০ ফরাসি নাগরিক নিহত: প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের পক্ষে লড়াই করতে গিয়ে শতাধিক ফরাসি নাগরিক নিহত হয়েছে বলে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন।
(মঙ্গলবার) সিনেটে দেয়া ভাষণে তিনি বলেন, ফ্রান্সের ৮৬০ জনেরও বেশি নাগরিক সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেছে। এদের মধ্যে ১১০ জন নিহত হয়েছে এবং ৪৭১ জন এখনো ওইসব রয়ে গেছে। এছাড়া, তাকফিরিদের সঙ্গে যোগ দেয়া নয়জন ফরাসি নাগরিক আত্মঘাতি বোমা হামলা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ফরাসি নাগরিকদের ওপর গোয়েন্দাগিরি করার জন্য ফ্রান্স সরকারকে আরো বেশি ক্ষমতা দেয়ার লক্ষ্যে একটি ‘গোয়েন্দা বিল’ বর্তমানে ফরাসি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিবেচনাধীন আছে।
গত জানুয়ারিতে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৭ ব্যক্তি নিহত হওয়ার পর ফরাসি নাগরিকদের ওপর গোয়েন্দাগিরি করার সরকারি প্রচেষ্টা আরো বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।
গত মাসে ফরাসি আইন প্রণেতাদের পক্ষ থেকে অনুমোদিত এই বিতর্কিত বিলকে সমর্থন করে ভালস বলেন, যারা দেশের জন্য সত্যিকারের হুমকি সৃষ্টি করবে তাদের ওপরই এই নতুন আইন প্রয়োগ করা হবে।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্স এবং বেলজিয়াম থেকেই সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের পক্ষ্যে লড়াই করতে ইরাক ও সিরিয়া গেছে।
ইউরোপীয় এসব আইএসআইএল সন্ত্রাসী নিজ দেশে ফিরে গেলে ওইসব দেশের নিরাপত্তার জন্য মারাত্বক হুমকি সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা কর্মকর্তারা এর আগে বহুবার উদ্বেগ জানিয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ