ইরাকে আরো ১২৫ ব্রিটিশ সেনা পাঠানো হবে: প্রধানমন্ত্রী ক্যামেরন
ইউরো সংবাদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরাকে ১২৫ সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন। তিনি জার্মানির ক্রুন শহরে সাত জাতি গ্রুপের একটি সম্মেলনের অবকাশে ইরাকে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইরাকে মোতায়েন ৯০০ ব্রিটিশ সেনাকে সহযোগিতা করার জন্যই নতুন করে সেখানে আরো সেনা পাঠানোর পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, নতুন করে যাদেরকে ইরাকে পাঠানো হচ্ছে তাদের বেশিরভাগেরই আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। এসব সেনা ইরাকের চারটি এলাকায় সেদেশের সেনাবাহিনীকে বোমা নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ দেবে বলে ডেভিড ক্যামেরন জানান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেছেন, তাদের ২৫ জন স্পেশাল সেনা ইরাকি বাহিনীকে ত্রাণ সরবরাহ, অস্ত্র রক্ষণাবেক্ষণ, তথ্য সংগ্রহ ও সামরিক প্রশিক্ষণও দেবে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার জন্য ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির আহবানে সাড়া দিয়েই তারা সেদেশে নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK