• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পশ্চিমা দেশগুলোই ইউক্রেন সংকট সৃষ্টি করেছে: প্রেসিডেন্ট পুতিন

| জুন 8, 2015 | 0 Comments

putinইউরো সংবাদ: পশ্চিমা দেশগুলোর  অপেশাদার কর্মকাণ্ডের ফলেই ইউক্রেন সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 ইতালি সফরে যাওয়ার আগে দেশটির একটি  সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে  (শনিবার) পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি ইউক্রেন সংকট ইচ্ছাকৃতভাবেই তৈরি করা হয়েছে এবং এটা আমাদের সহযোগীদের অপেশাদার কর্মকাণ্ডেরই  ফসল।’

 ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লুগানস্কের   রুশপন্থি অস্ত্রধারীদের  ক্রেমলিন মদদ দিচ্ছে বলে পাশ্চাত্য অভিযোগ করছে। আর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন।  কিয়েভ ২০১৪ সালের এপ্রিল মাসে রুশপন্থি অস্ত্রধারীদের ওপর সামরিক অভিযান শুরু করে।

 রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হয়ে যাওয়া প্রসঙ্গে পুতিন বলেন, ‘আমি আবারো জোর দিয়ে বলতে চাই, এটা আমাদের পছন্দ ছিল না কিংবা আমরা এর প্রত্যাশাও করিনি। যা ঘটছে তা আমাদের ওপর চাপিয়ে দেয়ায় আমরা কেবল এর মোকাবেলা করছি।’

 তিনি আরো বলেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমধানের লক্ষ্যে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের স্বঘোষিত স্বাধীনতাকামীদের রাজি করাতে মস্কো সম্ভাব্য সবকিছুই করছে। কিয়েভের ব্যাপারেও একই ভূমিকা পালন করতে ইউরোপ এবং আমেরিকার প্রতি আহ্বান জানান তিনি।

পুতিন আরো বলেন, আমাদের উপরই সবকিছু নির্ভরশীল নয়। আমাদের ইউরোপীয় এবং মার্কিন সহযোগীদেরও উচিত কিয়েভ সরকারের ওপর প্রভাব খাটানো। মিনস্কে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় দায়িত্ব পালনে কিয়েভকে রাজি করাতে ইউরোপ এবং আমেরিকার যে ক্ষমতা রয়েছে রাশিয়ার তা নেই বলেও পুতিন মন্তব্য করেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ

About the Author ()

Leave a Reply