ফ্রান্সে আবারও দ্রুতগামী ট্রেনে সন্ত্রাসী হামলা
ইউরো সংবাদ: আমস্টার্ডাম থেকে প্যারিস আসার পথে ফ্রান্সের একটি দ্রুতগামী ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্যারিস থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তরে অারাস ট্রেন স্টেশানে শুক্রবার সন্ধ্যা ৬ টায় এই সন্ত্রসী হামলাটি সংগঠিত হয়েছে।
এই হামলায় ২ জন যাত্রী মারাত্মক আহত হয়ে অাশঙ্কাজনক অবস্থায় আছেন।এই হামলায় জড়িত সন্দেহে ২৬ বছর বয়স্ক মরোক্কিয়ান বংশদ্ভুত এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশের একটি দল।
এর আগে ট্রেনে বিষ্ফোরণ ঘটানোর সাথে সাথে ট্রেনে যাত্রী হিসাবে উপস্থিত থাকা দুই আমেরিকান সেনা সদস্য জীবন বাজি রেখে ঐ হামলাকরীকে ধরে ফেলেন। তারা হামলাকারীর ব্যাগ থেকে একটি একে-৪৭, একটি অটোমেটিক পিস্তল, একটি ছুরি এবং একে-৪৭ এর ৯টি মাগজিন উদ্ধার করেছেন।
জাতীয় রেল পরিচালনা প্রতিষ্ঠান এস এন সি এফ জানিয়েছে ঘটনার পরপরই ট্রেনের সকল যাত্রীদেরকে ট্রেন থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে এবং পুলিশ ঘটনার জায়গাটি নিরাপদ বেস্টনি দিয়ে ঘিরে রেখেছে।
ঘটনার পরপরই ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী বার্না কাজোনোভ হেলিকপ্টার যোগে দ্রুত ঘটনা স্থল পরিদর্শণ করেছেন। এই ঘটনায় আহত ব্যক্তিদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
এদিকে ফ্রান্সের প্রধান মন্ত্রী ম্যানুয়েল ভাল ফেইস বুকে ঘটনায় আহতদের সমবেদনা জানানোর পাশাপাশি যে দুজন আমেরিকান সেনা, হামলাকারীকে জীবন বাজি রেখে আটক করেছে তাদের তিনি সাহসী বলে কৃতজ্ঞতা জানিয়েছেন।
ঘটনার পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দ বেলজিয়ামের প্রধান মন্ত্রী চার্লচ মিশেলের সাথে ফোনে কথা বলেছেন। এই ঘটনা ঊদঘাটনের জন্য দু দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে অভিমত ব্যক্ত করেছেন।
এদিকে ফ্রান্সের সন্ত্রাস বাদ বিরোধী বিশেষজ্ঞরা ধারণা করছেন চার্লি হেবদোর হত্যা কান্ডের মত ভয়াবহ কোন হত্যা কান্ড ঘটানোর জন্যই হামলাকারী এই সব আগ্নেয়াস্ত্র ও বিষ্ফোরক বহন করে থাকতে পারেন।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ