ব্রিটেনের পর এবার সুইজারল্যান্ডের মেলায় ২ বিমানের সংঘর্ষ: ১ পাইলট নিহত
ইউরো সংবাদ: সুইজারল্যান্ডের বিমান মেলায় দুই বিমানের সংঘর্ষে অন্তত একজন পাইলট নিহত হয়েছে। দেশটির বাসেল অঞ্চলে ডিটিনজেনের বিমান মেলায় অ্যাক্রোবেটিক্স দেখানোর সময়ে ক্ষুদ্র দু’টি বিমানে সংঘর্ষ ঘটে। ওপর থেকে একটি বিমান অপর বিমানকে ধাক্কা দেয়। প্রথম বিমানের পাইলট এতে নিহত হলেও দ্বিতীয় বিমানের পাইলট প্যারাশুট দিয়ে নিরাপদে বের হয়ে আসতে পারেন।
দুর্ঘটনা কবলিত দুটো বিমানই জার্মানির গ্রাসহোপারস টিমের এবং এগুলো ইকারুশ সি ৪২ মডেলের। অবশ্য একই নামে রয়্যাল ডাচ এয়ার ফোর্সের একটি দল এ বিমান মেলায় অংশ নিয়েছিল। তাদের সঙ্গে জার্মান দলটির কোনো সম্পর্ক নেই।
দুর্ঘটনার পর নিহত চালকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মেলার বাকি কর্মসূচি বাতির করে দেয়া হয়।
ব্রিটেনে এক বিমান মেলায় পুরনো দিনের জঙ্গিবিমান ‘হকার হান্টার’ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত এবং ১৪ জন আহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সুইজারল্যান্ডের বিমান মেলায় এ দুর্ঘটনা ঘটল।
ব্রিটেনের ওয়েস্ট সাসেক্সের শোরইহ্যাম বিমান মেলায় লুপ বা চক্রাকারে ওড়ার কসরত দেখানোর অংশ হিসেবে ১৯৫৬ সালে নির্মিত বিমানটি খুব নিচু দিয়ে যাওয়ার সময় একটি ব্যস্ত হাইওয়েতে পড়ে বিধ্বস্ত হয়।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ