এবার ইউরোপে এফ-২২ জঙ্গিবিমান মোতায়েন করবে আমেরিকা
আন্তর্জাতিক: ইউরোপে এফ-২২ জঙ্গি বিমান বহর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পেন্টাগন বলেছে, ইউক্রেনে রাশিয়ার তৎপরতার পরিপ্রেক্ষিতে ন্যাটো মিত্রদের মধ্য সৃষ্ট উদ্বেগ দূর করতে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে মার্কিন প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য এ সব বিমান মোতায়েন করা হবে।
পেন্টাগনের ব্রিফিং-এ একথা বলেছেন মার্কিন বিমান বাহিনী বিষয়কমন্ত্রী ডেবোরা লি জেমস। অবশ্য এক আসনের এ বিমান কবে মোতায়েন করা হবে বা কোথায় মোতায়েন হবে সে প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো তথ্য দেন নি তিনি। তবে এ সব বিমান মার্কিন কমান্ডারের যুদ্ধকালীন তৎপরতার ক্ষেত্রে সহায়তা করবে বলে জানানো হয়েছে।
তিনি আরো দাবি করেন, ইউক্রেনে রুশ সামরিক তৎপরতা আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে এফ-২২ মোতায়েনের মধ্য দিয়ে আমেরিকার কঠোর মনোভাব তুলে ধরা হবে বলেও দাবি করেন তিনি।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ