‘অস্ট্রিয়ায় ট্রাকে দমবন্ধ হয়ে মৃত ব্যক্তিরা সিরিয়ার অভিবাসী হতে পারে’
ইউরো সংবাদ: অস্ট্রিয়ার পুলিশ কর্মকর্তারা বলেছেন, মোটরওয়ে’তে পরিত্যক্ত একটি ট্রাক থেকে যে ৭১ টি লাশ উদ্ধার করা হয়েছে তারা সম্ভবত সিরিয়ার অবৈধ অভিবাসী। দেশটিতে বিরাজমান সংকট থেকে পালানোর চেষ্টা করতে যেয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন এ সব হতভাগ্য ব্যক্তি। উদ্ধারকৃত লাশের মধ্যে আট নারী এবং চার শিশু ছিল। সব চেয়ে ছোট শিশুটির বয়স মাত্র এক বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছ স্থানীয় পুলিশ। স্লোভাকিয়া ও হাঙ্গেরির সীমান্তবর্তী একটি মোটরওয়েতে বৃহস্পতিবার পরিত্যক্ত ট্রাকটিকে পুলিশ তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ বলেছে, ভ্রমণ সংক্রান্ত সিরিয় কাগজপত্র পাওয়ার ভিত্তিতে তারা মনে করছে, হতভাগ্য ব্যক্তিরা হয়ত সিরিয়ার নাগরিক। অবশ্য তাদের আফ্রিকার নাগরিক হওয়ার সম্ভাবনাও নাকচ করে দেয় নি পুলিশ।
এ সব ব্যক্তির মৃত্যুর সময় এবং কারণ এখনো সঠিক ভাবে বের করা যায় নি। তবে বদ্ধ ট্রাকের ভেতর তাদের দমবন্ধ হয়ে মারা গেছে বলেই পুলিশ মনে করছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ট্রাকটির মালিক এবং দুই চালককে আটক রেখে বাকিদের এরই মধ্যে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। হিমায়িত মুরগির গোশত বাজারজাত করার কাজে ট্রাকটি ব্যবহৃত হতো বলে মনে করা হচ্ছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ