দেশ পরিচালনায় জনগণের অংশগ্রহণ নেই- মনে করছে ব্রিটেনের মানুষ
ইউরো সংবাদ: ব্রিটেনের দুই তৃতীয়াংশ মানুষ মনে করেন, দেশটি পরিচালনায় তাদের মতামত প্রতিফলিত হয় না। ব্রিটিশ সরকারের আইন প্রণয়ন, কর আরোপ এবং ব্যয়ের ক্ষেত্রে দেশটির জনগণের মতামতের কোনো তোয়াক্কা করা হয় না।
সানডে ইন্ডিপেনডেন্স নামের ব্রিটিশ সংবাদপত্রের চালানো মতামত জরিপে এ সব তথ্য উঠে এসেছে। পিপলস পাওয়ার নামের এ জরিপে অংশ গ্রহণকারীদের দুই-তৃতীয়াংশই বলেছে, ব্রিটিশ সরকার ব্যবস্থা খুবই কেন্দ্রমুখী।
এ ছাড়া, ব্রিটেনের নির্বাচন ব্যবস্থাও ন্যায়সঙ্গত নয় বলে মনে করে দেশটির জনগণ। ব্রিটিশ সংসদের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসকে অগণতান্ত্রিক বলে মনে করে তারা। এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কোনো সুফল এখনো ব্রিটেনের মানুষ পায় নি বলেই মনে করে ব্রিটিশ জনগণ।
গত ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত এই অনলাইন জরিপ চালানো হয় এবং এতে ব্রিটেনের প্রাপ্তবয়স্ক ২,১৪৭ জন নাগরিক অংশ নিয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ