রাজধানী প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড: ৮ জন নিহত
ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে দুই শিশুসহ আট ব্যক্তি নিহত হয়েছে। (বুধবার) রাজধানী প্যারিসের উত্তর অংশে অবস্থিত ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগলে এসব ব্যক্তি নিহত হয়।
এছাড়া, আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফিয়ে পড়ার কারণে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে। সেকরে কুয়ের ক্যাথিড্রাল পর্যটন স্পটের কাছে অবস্থিত পাঁচতলা বিশিষ্ট ব্যক্তি মালিকানাধীন ভবনে এ আগুনের ঘটনায় আরো চার ব্যক্তি আহত হয়।
ভবনের নীচ তলার সিঁড়িতে আগুন লাগার পর তা দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর প্রায় ১০০ ব্যক্তি আগুন নেভানোর কাজে অংশ নেয়।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব হবে না বলে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কেজেনোভ জানিয়েছেন। ওই ভবনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। প্যারিসের মেয়র এনি হিদালগোর বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, আগুনে অ্যাপার্টমেন্টটির ১৫টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ