৮৭৯ দিন মহাকাশে থেকে বিশ্বরেকর্ড গড়লেন রুশ নভোচারি
আন্তর্জাতিক: রাশিয়ার নভোচারি গেন্নাদি পাদালকা বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি ৮৭৯ দিন মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করে এ রেকর্ড গড়েন। সর্বশেষ গত মার্চ মাসে মহাকাশে যান পাদালকা এবং তিনি (শনিবার) পৃথিবীতে ফিরে এসেছেন।
রুশ মহাকাশ গবেষণা সংস্থা রোজোকম বার্তা সংস্থা এএফপি-কে এ খবর নিশ্চিত করে বলেছেন, কাজাখস্তানের নভোচারি আইদিন এইমবেতভ এবং ডেনমার্কের নভোচারি অ্যান্ড্রেয়াস মোগেনসেন তার সঙ্গে ছিলেন। তারা শনিবার সকালের দিকে পৃথিবীতে ফিরে আসেন এবং সবাই সুস্থ আছেন।
এর আগে মহাকাশে সবচেয়ে বেশি সময় অবস্থান করার কের্ড ছিল রাশিয়ারই আরেক নভোচারি সের্গেই ক্রিকালেভের দখলে। তিনি মহাকাশে অবস্থান করেছেন ৮০৩ দিন নয় ঘণ্টা ৪১ মিনিট। ১০ বছর ধরে ক্রিকালেভ এ রেকর্ডের মালিক ছিলেন। অবশ্য, গেন্নাদি পাদালকা সে রেকর্ড ভেঙেছেন গত ২৮ জুন। তিনি পাঁচ দফায় মহাকাশে গিয়ে ৮৭৯ দিন অবস্থান করেন। পাদলকা সর্বশেষ গত ২৭ মার্চ মহাকাশে রওয়ানা দেন। এ সময় তার সঙ্গে যান স্বদেশী মিখাইল কোরনিয়েনকো এবং মার্কিন নভোচারি স্কট কেলি।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ