‘নিরাপত্তার প্রতি উপেক্ষাই মক্কা- দুর্ঘটনার কারণ’
আন্তর্জাতিক: সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে একটি ক্রেন ছিঁড়ে ১০৭ জন নিহত হওয়ায় ঘটনায় রিয়াদের অবহেলাকে দায়ী করা হয়েছে।
ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ইরফান আল-আলাভি এ ঘটনায় সৌদি অবহেলাকে দায়ী করেছেন। ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামের পবিত্র স্থানগুলোতে সৌদি শাসকদের নির্মাণ তৎপরতার তীব্র সমালোচনা করা হয়।
পবিত্র মসজিদুল হারামের ভেতরে ক্রেন ছিঁড়ে হতাহতের মর্মান্তিক ঘটনাকে বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেন আল-আলাভি। পবিত্র মক্কা নগরীতে ইসলামের পবিত্র স্থানগুলোতে চলমান নির্মাণ তৎপরতায় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে জানান আল-আলাভি।
তিনি বলেন, ইসলামের ঐতিহ্যের প্রতি কোনো তোয়াক্কাই করে না সৌদি শাসক। একই সঙ্গে হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতিও তারা তোয়াক্কা করে না বলে জানান তিনি। তিনি আরো বলেন, নির্মাণকাজে নিয়োজিত ক্রেনগুলো হজযাত্রীদের নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।
ইসলাম এবং দ্বীনের নবী মুহাম্মদ (সা) স্মৃতি বিজড়িত অনেক ঐতিহাসিক স্থান গণহারে গুঁড়িয়ে দিয়ে নির্মাণ তৎপরতা অব্যাহত রাখায় সৌদি আরব কঠোর সমালোচনার মুখে পড়েছে। পবিত্র মসজিদুল হারামের সম্প্রসারণের অজুহাতে এ সব তৎপরতা অব্যাহত রেখেছে সৌদি আরব।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক