• ৩১ বৈশাখ ,১৪৩১,14 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু

| ডিসেম্বর 4, 2015 | 0 Comments

imagesআন্তর্জাতিক: ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে দেশটির পার্লামেন্ট। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনার ঘোষণা দিয়েছেন বলে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়।

সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে বাজেট ব্যবস্থাপনায় আইন লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট রুসেফের বিরুদ্ধে এ অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস দুর্নীতি কেলেঙ্কারির ঘটনায় জনপ্রিয়তায় ভাটা পড়ে রুসেফের।

এদিকে, এবারের নতুন এ অভিযোগ রুসেফকে আরো নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলেই মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তবে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করে ব্রাজিলের প্রেসিডেন্ট রুসেফ টেলিভিশন বক্তৃতায় বলেন, নিম্নকক্ষের এ সিদ্ধান্ত সত্যিই তাকে ক্ষুব্ধ করেছে। এ বক্তব্য দেয়ার আগে এক জরুরি কেবিনেট মিটিং ডেকে তিনি বলেন, ‘অভিশংসনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা বাতিল হয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’

উল্লেখ্য, ব্রাজিলে প্রেসিডেন্টের প্রতি অনাস্থা আনতে হলে নিম্নকক্ষে অবশ্যই প্রস্তাবটি দুই-তৃতীয়াংশ ভোটে পাস হতে হবে। নিম্নকক্ষ কংগ্রেসে সরকারদলীয় জোট সংখ্যাগরিষ্ঠ।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply