• ২২ বৈশাখ ,১৪৩১,05 May ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বন্দুকধারীর গুলিতে উত্তর পাকিস্তানে বিদেশী পর্যটক নিহত

| জুন 23, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পাকিস্তানের দূরবর্তী উত্তর গিলগিট-বালতিস্তান প্রদেশে আজ রোববার একটি হোটেলে বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন বিদেশী পর্যটক এবং একজন গাইড নিহত হয়েছে বলে জানান পুলিশ ও নিরাপত্তাকর্মীগণ।

বন্দুকধারী রোববার উত্তর পাকিস্তানের ঐ দুর্গম এলাকায় একটি হোটেলে ঝটিকা হামলা চালায় এবং ঐ হামলায় নয়জন বিদেশী পর্যটক এবং একজন পাকিস্তানি গাইড নিহত হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, ভ্রমণের জন্য জনপ্রিয় দুঃসাহসিক তুষারাবৃত Nanga Parbat- এর কাছাকাছি একটি প্রত্যন্ত পল্লী এলাকায় এ হামলা সংঘটিত হয় এবং এতে পাঁচজন ইউক্রেনিয়ান, তিনজন চীনা, একজন রাশিয়ান এবং তাদের পাকিস্তানী গাইড নিহত হন।

একজন সিনিয়র পুলিশ অফিসার আলী শের জানান, “ একজন অপরিচিত ব্যাক্তি ঐ হোটেলে প্রবেশ করে যেখানে বিদেশী পর্যটকগণ গত রাতে অবস্থান করছিলেন এবং তার বন্দুক দ্বারা গুলি করে।

শের এর মতে ১০জন বিদেশী পর্যটক নিহত হয়েছে কিন্তু সর্বশেষ এলাকা থেকে আগত রিপোর্ট হিসাবে কর্মকর্তারা গণনা সংশোধন করেন।

শের জানান, বন্দুকধারী রোববার রাত একটায় এ হামলা চালায় এবং হামলা শেষে পালিয়ে যায়।

একজন সিনিয়র সরকারি কর্মকর্তা জানান, প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মীদের ঐ এলাকায় পাঠানো হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply