জনগণের দারিদ্রের কথা তোলায় ৪ সৌদি রাজকন্যা ১৩ বছর গৃহবন্দী
আন্তর্জাতিক: সৌদি রাজার দুই মেয়ে ই-মেইল ও টেলিফোনে বলেছেন, দেশটির জনগণের দারিদ্রের বিষয়ে রাজা আবদুল্লাহর কাছে অভিযোগ করায় তাদেরকেসহ রাজার মোট চার মেয়েকে গৃহবন্দী করে রাখা হয়েছে গত ১৩ বছর ধরে।
ব্রিটেনের দৈনিক সানডে টাইমস, ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি মেইল এই খবর দিয়েছে।
রাজকন্যা সাহার (৪২) ও জাওয়াহের (৩৮) জানিয়েছেন, তারাসহ তাদের বোন হালা (৩৯) ও মাহা (৪১) দুই পৃথক প্রাসাদে বন্দী করে রাখা হয়েছে।
তাদের ওপর নজরদারির দায়িত্ব পালন করছে তাদেরই তিন সৎ ভাই।
তাদের মা আলানুউদ আল ফায়েজ এ ব্যাপারে হস্তক্ষেপ করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছে একটি চিঠি লিখেছেন। সৌদি রাজার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের শিকার এই নারী জানিয়েছেন, তার মেয়েদের বন্দী করে রাখা হয়েছে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তাদেরকে গোটা বিশ্ব থেকেই বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
সৌদি আরবের শাসকরা সেখানকার নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে নানা অধিকার থেকে বঞ্চিত রেখেছেন।
সৌদি রাজা আবদুল্লাহর রয়েছে ৩৮ সন্তান। তারা আবদুল্লাহর বেশ কয়েকজন স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ