ফ্রঁসোয়া ওলাদ জরুরী অবস্থা তিন মাসের জন্য বর্ধিত করার ঘোষণা দিয়েছেন।
ইউরো সংবাদ: ফ্রঁসোয়া ওলাদ সোমবার বিকালে কংগ্রেসের সামনে ভাষণ দেয়ার সময় বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রথমে শুক্রবারের হামলায় নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে ওলাদের এই ভাষণ শুরু হয়।
তিনি বলেছেন, আগামী বুধ বার সংসদের মাধ্যমে পাশ করিয়ে জরুরী অবস্থা তিন মাসের জন্য বর্ধিত করবেন।
আমাদের যুদ্ধ সিরিয়ার সাধারণ সভ্য মানুষের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে।
পর্যায় ক্রমে পরবর্তী ২ বছরের মধ্যে পুলিশ ও জন্দার্মে আরও ৫০০০ (পাচ হাজার) পদ এবং জুড়িশিয়ারিতে আরও ২৫০০ (আড়াই হাজার) পদ তৈরির ঘোষণা দেন।
তিনি সন্ত্রাস মোকাবেলায় ফ্রান্সের সংবিধানের বেশ কিছু ধারা সংশোধনের কথা বলেন।
তিনি আবারও ঘোষণা করেন, আমরা যুদ্ধের মধ্যে আছি।
তিনি বলেন, কয়েক দিনের মধ্যে আমি বারাক ওবামা এবং পুতিনের সাথে কথ বলবো সন্ত্রাস বিরোধী অভিযানের বিষয়ে।
এছাড়া তিনি বলেন, শুক্রবারের ভয়াবহ হামলাটি সিরিয়াতে প্লানিং করা হয়, বেলজিয়ামে তারা সংগঠিত হয় এবং ফ্রান্সে হামলা চালানো হয়।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ