প্যারিস হামলাকারী আবদেসালাম সালাকে হন্নে হয়ে খুঁজছে ফ্রান্স ও বেলজ পুলিশ।
ইউরো নিউজ: শুক্রবারের প্যারিস হামলার সাথে জড়িত আবদেসালাম সালাকে এখনও হন্নে হয়ে খুঁজছে ফ্রান্স ও বেলজ পুলিশ। সম্ভাব্য প্রায় সকল জায়গায় তল্লাশী চালিয়েও তার কোন রকম হোদিস করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
হামলা চালিয়ে গাড়িতে করে বেলজিয়াম পালিয়ে যাওয়ার সময় বেলজিয়াম সীমান্তে পুলিশ তার পরিচয় পত্র যাচাই করে ছেড়ে দেয়। আর নাকের ডগা দিয়ে পালিয়ে যাওয়া সেই হামলা কারী আবদেসালাম সালাকেই ফ্রান্স ও বেলজ পুলিশ হন্নে হয়ে খুঁজছে।
সন্দেহ ভাজন তিন ভাই আবদেসালাম সালা, আবদেসালাম ব্রাহিম ও আবদেসালাম মোহাম্মেদ।
এর মধ্যে মোহাম্মেদকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। মোহাম্মেদ আবদেসালাম মুক্তির পর সাংবাদিকদের সামনে বলেছে, “শুক্রবারের ঘটনায় আমার বাবা মা সহ পরিবারে সবাই চরম ভাবে মর্মাহত। আমার বাবা মা এখনও বুঝে উঠতে পারছেনা কি ভাবে কি হলো। আমার ছোট ভাই আবদেসালাম সালা এখানেই জন্ম গ্রহন করেছে , এখানেই পড়াশোনা করেছে এবং এখানেই বেড়ে উঠেছে। কি ভাবে কখন সে এর সাথে জড়িয়ে পড়েছে আমরা বুঝতেই পারিনি।”
তিনি আরও বলেন, “সে একজন প্রাপ্ত বয়স্ক ছিল তাই কখন কোথায় যাচ্ছে সেটা সব সময় জিজ্ঞাস করা সম্ভব ছিল না। তিনি বলেন আমদেরও পরিবার আছে সেদিন টেলিভিশনে এই ভয়ানক হত্যা কান্ড দেখে আমরাও খুবই মর্মাহত ও ব্যথিত হয়েছি।”
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France