• ১৮ কার্তিক ,১৪৩১,02 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সোমবার কেরী ফ্রান্সে পৌঁছেছেন, মঙ্গল বার সকাল ৮টা ৪০ মিনিটে ওলাদের সাথে সাক্ষাৎ

| নভেম্বর 17, 2015 | 0 Comments

16112015 kerryইউরো নিউজ: প্যারিস হামলার পর যুক্তরাষ্ট্রের সেক্রেটারী অব স্টেট জন কেরী সোমবার কঠোর নিরাপত্বার ভেতর দিয়ে প্যারিসে পৌঁছেছেন। মঙ্গল বার সকাল ৮টিা ৪০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদের সাথে জন কেরীর  এক জরুরী সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।

প্যারিসে আসার পর ফ্রান্সে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে এক সংক্ষিপ্ত ভাষণে জন কেরী যুক্তরাষ্ট্রের সাথে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকারের কথা পূনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি বহু বার বলেছি ফ্রান্স আমাদের সবচেয়ে কাছের বন্ধু । এটা সভ্যতার যুদ্ধ নয় বরং এই সব সন্ত্রাসীরা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

কেরী বলেন, পরবর্তী মাসে জলবায়ু সম্মেলন কোপ২১ বাতিল হবেনা । যুক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঐ সম্মেলনে যোগ দেবেন।

আজ আমরা সবাই প্যারিজিয়ান….সর্বোপরি আমরা দায়েশ এবং দায়েশের আদর্শ যারা বহন করে তাদের পরাজয় করতে সক্ষম হবো।

পরে কেরী ফরাসী ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রের সথে বন্ধুত্ব দীর্ঘ জীবী হোক। তিনি যখন এই কথা গুলো বলছিলেন তখন ফ্রান্সস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসটি ফ্রান্সের পতাকার রং নীল সাদা এবং লাল  আলো দিয়ে সাজানো ছিল।

উল্লেখ্য, প্যারিস হামলায় নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী এক আমেরিকান ছাত্র ছিল।যার নাম নোহেমি গন্জালেজ। হামলার দিন  তিনি সেখানে একটি রেস্তেরায় খাচ্ছিলেন। আর তখনই হামলাকরীরা গুলি চালায়।

 

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France

About the Author ()

Leave a Reply