• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফেনীর ছাগল নাইয়া থানার ওসি এমএম মোর্শেদের প্রবাসীদের নিয়ে দেয়া ধৃষ্টতাপূর্ণ ও কুরুচিকর বক্তব্যের প্রতিবাদে প্যারিসে আয়োজিত সভার ২য় পর্ব।

| ফেব্রুয়ারী 6, 2019 | 0 Comments

২২ তারিখে উনি বললেন, “খবরদার বিদেশী কোন ছেলের কাছে বিয়ে বসবা না, কারণ তারা তোমাকে কাজের মানুষ হিসাবে ট্রিট করে তার চেয়ে তুমি দেশে কাজ করে এই ধরণের একটি ছেলেরে বেছে নিবা। ” এখানে বাল্যবিবাহ কই?

আবার বললেন, “তোমাকে সে বিয়ে করে চলে গেলো, ৩ বছর পরে আসবে।” এখানেও বাল্যবিবাহ কই?

আমি প্রবাসী আমিই বাংলাদেশ

“বাংলাদেশে প্রবাসীদের অবদান” শীর্ষক মূল প্রবন্ধ

উপস্থাপনায়: ইমরান মাহমুদ, প্রবাসী সাংবাদিক।

বিশ্লেষণে: ফারুক নওয়াজ খাঁন, প্রবাসী সাংবাদিক।

“গার দু নর্দ” এ অনুষ্ঠিত হবে

সকল প্রবাসী বাংলাদেশী

প্রবাসীদের অপমানের পর আত্মপক্ষ সমর্থনের ভিডিও বার্তা ২৩ জানুয়ারি ২০১৯

ওসি মোর্শেদের পরিবারেও প্রবাসী আছে বলে তিনি স্বীকার করেন

অথচ আগের ভিডিওতে তিনি, “প্রবাসী পাত্র পেলেও” এটা না বলে, বলেছিলেন, খবরদার বিদেশী কোন ছেলের কাছে বিয়ে বসবা না, কারণ তারা তোমাকে কাজের মানুষ হিসাবে ট্রিট করে তার চেয়ে তুমি দেশে কাজ করে এই ধরণের একটি ছেলেরে বেছে নিবা। সুখে থাকবা ভাল থাকবা। এখানে বাল্যবিবাহ কই?

মিথ্যার আশ্রয় নিয়ে ক্ষমা চাইলে কি সেটা প্রকৃত অপরাধ স্বীকার করা হলো।

কথা: ইমরান মাহমুদ।

Category: Uncategorized

About the Author ()

Leave a Reply