ফ্রান্সে তুষারপাতের কারণে ব্যাবসায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি!
ইউরোবিডি সংবাদ: ফ্রান্সে এই সপ্তাহে হঠাৎ তুষারপাতের কারণে শপিংমলগুলো সহ ক্ষতির হিসাব করা হয়েছে আনুমানিক ৮৫ মিলিয়ন ইউরো এবং ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ধারণা করছেন তাদের নিকট ক্ষয়ক্ষতি সংক্রান্ত ১০,০০০ দাবী উঠবে। বৃহস্পতিবার রাতে প্যারিসের শার্ল দ্যা গুল বিমান বন্দরে প্রায় ১০,০০০ ব্যাগ অপেক্ষমান পড়ে ছিল।
শুক্রবার রোদ ওঠায়, এই সপ্তাহের তুষারপাতের কারণে জমে থাকা উত্তর পশ্চিম ফ্রান্সের বরফ গলে যায়।
বর্তমানে তাপমাত্রা বেড়ে ৪ ডিগ্রী সেলসিয়াস থেকে ৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে অবস্থান করলেও কর্মকর্তারা এখনও রাস্তায় বরফের বিপদ সম্পর্কে সতর্ক করছেন এবং মানুষজনকে প্যারিস অঞ্চলে তাদের গাড়ির ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্যারিস অঞ্চলে যেকোন ভারী মালবাহী যানবাহন এবং যারা বিপজ্জনক ওজন বহন করছেন, তাদের জন্য গতিসীমা নির্ধারণ করা হয়েছিল প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার।
তুষার ও বরফের কারণে হাজার হাজার ব্যাগ তাদের যাত্রীদের নিকট দেরীতে স্থানান্তরিত হচ্ছে। প্যারিস এয়ারপোর্ট কর্মকর্তারা বলেন, আনুমানিক ১০,০০০ ব্যাগ বৃহস্পতিবার দেরীর কারণে আটকে ছিল।
একজন মুখপাত্র বলেন, এয়ার ফ্রান্সে একদিনে প্রায় ৬০,০০০ ব্যাগ স্থানান্তর করা হয়।
এদিকে, ব্যবসার ক্ষতি আনুমানিক হিসাব করা হয়েছে,
শপিং মলগুলোতে দেখা গেছে, ক্রেতাদের সংখ্যা প্রায় ২.৫ মিলিয়ন কমে গেছে। তাদের বাণিজ্য সংস্থা জানায়, আনুমানিক ৮০-৮৫ মিলিয়ন ইউরোর সম্ভাব্য ক্ষতির আশঙ্কা রয়েছে।
বীমা কোম্পানীগুলোতে ১০,০০০ দাবীসহ যানবাহন ক্ষয়ক্ষতি সংক্রান্ত অতিরিক্ত ১০,০০০ দাবী আশা করা হচ্ছে।
প্রায় ৬ লক্ষ ভারী মালবাহী ব্যাগের ১০ শতাংশ তুষারপাতের কারণে আটকে পড়ায়, সড়ক মাল পরিবহন কোম্পানিগুলো তিন দিনে ৬০ মিলিয়ন ইউরোর লোকসান আশঙ্কা করছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ