ইউরোপ চ্যাম্পিয়ন স্পেইন পরবর্তী ইউরো আসর ফ্রান্সে
স্পোর্টস ডেস্ক: রোব বার পাসিং-ফুটবলের মালা গেঁথে ইউরোর ফাইনালে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দিল স্পেন। জন্ম দিলো ইতিহাসের। এই প্রথম ইউরো-বিশ্বকাপ-ইউরো—এই শিরোপাত্রয়ী জিতল কোনো দল। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুটো ইউরোও জিতল তারা। শততম আন্তর্জাতিক জয়ের রেকর্ড গড়লেন স্পেনের অধিনায়ক গোল রক্ষক ইকার ক্যাসিয়াস। ১৪ মিনিটে ডেভিড সিলভা আর ৪১ মিনিটে জর্ডি আলবার দুই গোলে মাঠের নিয়ন্ত্রন নিয়ে নেয় স্পেইন। সেমিফাইনালে বেঞ্চে বসে থাকা ফার্নান্দো তোরেস কাল ৭৫ মিনিটে মাঠে নেমেই আট মিনিটের মধ্যেই৩-০ বানিয়ে দেন। তাঁর পাস থেকেই ৮৮ মিনিটে ৪-০ করেন চেলসি-সতীর্থ হুয়ান মাতা। স্পেনের চারটি গোলই এসেছে দুর্দান্ত পাসিং ফুটবল আর কম্পাসে মাপা নিখুঁত পাস থেকে। এই প্রথম ইউরোর ফাইনালে চার গোল করে ইতিহাস জন্ম দিলো কোনো দল। রাতটা আসলেই ইতালির ছিল না। ৫৬ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন থিয়াগো মোত্তা। সেটি ছিল ইতালির তৃতীয় ও শেষ খেলোয়াড় বদল। কিন্তু মাত্র চার মিনিট খেলেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে আসেন মোত্তা। শেষ আধঘণ্টা ১০ জনের দল নিয়েই তাই খেলতে হয়েছে ইতালিকে।
এদিকে পরবর্তী ইউরোপ কাপের আয়োজন নিয়ে এখনই শুরু হয়েছে জল্পনা কল্পনা। ২০১৬ সালের ইউরো কাপের আসর বসতে যাচ্ছে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফার প্রধান মিশেল প্লাতিনির দেশ ফ্রান্সে। এতদিন ধরে ১৬টি দল ইউরো কাপের চূড়ান্ত আসরে খেললেও ফ্রান্সের ইউরো কাপে দলের সংখ্যা হবে মোট ২৪টি। ২৪টি দলের ছয়টি গ্রুপ থেকে আটটি দলকে কীভাবে বাছাই করা হবে—সেটিও একটি প্রশ্ন। তবে উয়েফা প্রধান মিশেল প্লাতিনি এ আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি যখন বিশ্বকাপে খেলেছি, তখন দল ২৪টিই ছিল। অর্থাত্ ছয় গ্রুপ নিয়ে কীভাবে টুর্নামেন্ট চলে, তা যে তিনি জানেন—সেটিই বলতে চাইলেন ফরাসি এ কিংবদন্তী ফুটবলার। এদিকে ফ্রান্সের আসরে শুরুতে মোট ১১টি স্টেডিয়ামের কথা শোনা গেলেও পরে ১০টি স্টেডিয়াম ঠিক করা হয়।
Category: 1stpage, Scroll_Head_Line, স্পোর্টস
Great !!!!!!!!!!
হমমম ভাল হইছে…….