অবৈধ অভিবাসীদের গ্রেফতারের ক্ষমতা হারালো ফ্রান্স পুলিস
ফ্রান্স ডেস্ক: গত 0৫.০৭.২০১২ তারিখে ফ্রান্সের সর্বোচ্ছ আদালত অবৈধ অভিবাসীদের গ্রেফতারের উপর এক নিষেধাগ্ঘা জারি করেছে। এই নিষেধাগ্ঘা অনুযায়ী পুলিস কোন অবৈধ অভিবাসীকে শুধু মাত্র এদেশে বসবাসের বৈধ কাগজপত্র না থাকার অযুহাতে গ্রেফতার করতে পারবে না যদি তার বিরুদ্ধে অন্য কোন অপরাধের অভিযোগ না থাকে।
ফ্রান্সের আইন অনুযায়ী পুলিশ শুধু মাত্র তাদেরকেই গ্রেফতার করতে পারবে যাদের বিরুদ্ধে এদেশের জেল কোড অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধের অভিযোগ রযেছে।
ফ্রান্সের আইন অনুসারে অবৈধ অভিবাসীরা কোন অপরাধী নয়। সুতরাং কোন রকম অপরাধের অভিযোগ ছাড়া কোন অবৈধ অভিবাসীকে গ্রেফতার এ আইন অনুযায়ী সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
আদালতের এই রুল জারির পর ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী মানুয়োল বাল বলেন- ”সরকার ফ্রান্সের আইন সংশোধনের জন্য দ্রুত কাজ করছে।” যদিও তিনি বলেন-”অবৈধ অভিবাসী অপসারনের লক্ষ্য ঠিক রেখেই এ বিষয়ে সকল আইন করা হবে।”
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, প্রচ্ছদ, ফ্রান্স