• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

দেশ পরিচিতি-ইউরোপ-ফ্রান্স

| জুলাই 15, 2012 | 0 Comments

কিডস্ ডেস্ক:  ফ্রান্স বা ফরাসি প্রজাতন্ত্র (ফরাসি: France ফ্রঁস্‌ বা République Française রেপ্যুব্লিক্‌ ফ্রঁসেজ়্‌) উত্তর-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতির একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে; বিশ্বের প্রায় সর্বত্র এর প্রাক্তন উপনিবেশগুলি ছড়িয়ে আছে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস পর্বতমালা ও পিরেনিজ পর্বতমালা-বেষ্টিত ফ্রান্স বহুদিন ধরে উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক, অর্থনৈতিক ও ভাষিক সংযোগসূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে।   আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র; রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান। আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্রান্সের দশটি উপনিবেশ আছে, যেগুলি বেশির ভাগই প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া।   ফ্রান্স মোটামুটি ষড়ভুজাকৃতির। এর উত্তর-পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবুর্গ, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণ-পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর-পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর সাগর, এবং দক্ষিণ-পূর্বে ভূমধ্যসাগর।   বিশ্বের সবচেয়ে পুরনো জাতি-রাষ্ট্রের মধ্যে একটি হল ফ্রান্স। মধ্যযুগে ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একটিমাত্র শাসকের অধীনে এসে ফ্রান্স গঠিত হয়। বর্তমানে ফ্রান্স এর পঞ্চম প্রজাতন্ত্র পর্যায়ে রয়েছে। ১৯৫৮ সালের ২৮শে সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। রাজনীতিতে কেন্দ্রীয় প্রবণতার উত্থান এবং বেসরকারী খাতের উন্নয়ন এই নতুন ফ্রান্সের অন্যতম বৈশিষ্ট্য। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য। ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য-দেশের একটি এবং এর ভেটো প্রদানের ক্ষমতা আছে।

নীতিবাক্য  Liberté(লিবের্তে)= মুক্তি, Égalité(এগালিতে)= সমতা, Fraternité(ফ্রাতের্নিতে)= ভ্রাতৃত্ব।   জাতীয় সঙ্গীত: (La Marseillaise) “লা মারসেল্লাইসে”, রাজধানী : প্যারিস, রাষ্ট্রীয়ভাষা:ফরাসি, সরকার: আংশিক-রাষ্ট্রপতি শাসিত একক প্রজাতন্ত্র। প্রেসিডেন্ট: ফ্রঁসোয়া ওলাঁদ(২০১২), প্রধানমন্ত্রী: যঁ-মাখ-এরো(২০১২), জনসংখ্যা:৬,৫৪,৩৬,৫৫২(২০১১), আয়তন:৫,৪৭,০৩০ বঃ কিলোমিটার, মুদ্রা: ইউরো(পুরাতন-ফ্রাঙ্ক)। জাতীয় দিবস: ১৪ই জুলাই(ফেত্ ন্যাসনাল)(লো কেত্রজ জুঁইয়ে)(বাস্তিল দিবস)

Category: Community news 1st page, Scroll_Head_Line, কিডস্ কর্ণার

About the Author ()

Leave a Reply