সমান অভিভাবকত্বের দাবীতে পিতারা সমবেত হলেন প্যারিসে
ইউরোবিডি২৪নিউজঃ আজ সকালে প্যারিসে সমান অভিভাবকত্বের দাবীতে ১২ জন পিতা সমবেত হলেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। তাদের এ সমবেত অবস্থানের মূল উদ্দেশ্য ছিল ব্রোকেন ফ্যামিলির সন্তানের ওপর মাতা ও পিতা উভয়ের সমান অভিভাবকত্বের ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলা।
তাদের এ সমাবেশে, ব্যানারগুলোতে লেখা ছিল, “বাবারা সমান অভিভাবকত্বের দাবীতে আজ সমবেত”, “বাবা ছাড়া কখনো নয়” , “ ন্যায়, একজন মাতা= একজন পিতা”, “ ৫০% মাতা+৫০% পিতা=১০০% সুখী সন্তান।” ইত্যাদি। অনেকে তাদের সন্তানদের সাথে তাদের ছবিতে উল্লেখ করেন, পিতা সন্তানের অধিকার থেকে বঞ্চিত।
আজকের এই সমাবেশের আয়োজক ছিল, La Grue jaune’। এটি প্রতিষ্ঠিত হয় এ বছরের শুরুর দিকে এবং এর উদ্যোক্তা হলেন ফেব্রুয়ারী মাসে বিবাহ বিচ্ছেদ হওয়া একজন পিতা, যিনি তার সন্তানের জন্য লড়াই করে যাচ্ছিলেন।
ফ্রান্সের বিচার বিভাগ অনুসারে, ১০টি বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে ৭টিতেই সন্তানের অভিভাবকত্ব পান মা।
সাম্প্রতিক বছরগুলোতে, অনেকক্ষেত্রে পিতাকে প্রাধান্য দিতে দেখা গেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ