“বাংলার মেলা ২০১৩” আয়োজন উপলক্ষ্যে ফ্রান্সে সাংবাদিকদের সাথে ইয়ুথ ক্লাবের মতবিনিময়
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: গত শনিবার প্যারিসের গা্র্দ নর্দে অবস্থিত রয়্যাল কাফে রেষ্টুরেন্টে” বাংলার মেলা ২০১৩”এর আয়োজক ইয়ুথ ক্লাব এর উদ্যোগে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ শে জুন লাকর্নভ মাঠে ফ্রান্সের বাংলাদেশীদের জনপ্রিয় ও আনন্দঘন সাংস্কৃতীক অনুষ্ঠান বাংলার মেলা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপুর্ন পরামর্শ গ্রহন করা হয়।ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মোমিনের সভাপতিত্বে এবং ইয়ুথ ক্লাবের সাধারন সম্পাদক টি এম রেজার পরিচালনায় মতবিনিময় সভায় ইয়ুথ ক্লাবের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ ফ্রান্সে অবস্থিত বাংলাদেশী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-বাংলার মেলা উপলক্ষ্যে আগামী ২৯ জুন প্যারিসের বাংলাদেশী ৬ টি দলের মধ্যে নকাউট পদ্ধতিতে ফুটবেলা খেলা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানকে প্রানবন্ত করতে প্যারিসের স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের পখ্যাত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী,বিপ্লব,এস ডি রুবেল সহ একঝাক তরুন শীল্পীরা গান পরিবেশন করবেন।বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কে ফ্রান্সে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন খাদ্য ও বস্ত্রাদির স্টল থাকবে।লটারির কুপন ও আকর্ষনীয় পুরষ্কারের সমাহার থাকছে।
সভা থেকে মেলা সংক্রান্ত যেকোন বিষয়ে জানার জন্য টিএম রেজা, মিডিয়া সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য এম এ হাশেম,ও ফুটবল টুর্নামেন্টের বিষয়ে জানার জন্য রুমেল আহমদের সাথে যোগা্যোগের আহবান করা হয়।
Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ