• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

“ইউরোপ এখন সংকটমুক্ত”- জাপানে প্রেসিডেন্ট ওলাদ

| জুন 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ শনিবার জাপান সফরকালে প্রেসিডেন্ট ওলাদ দর্শকদের সামনে বললেন যে, “ইউরোপ এখন সংকটমুক্ত”, যদিও মাহাদেশটি এখন ক্রমবর্ধমান বেকারত্ব এবং চলতি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

উচ্চ বেকার সংখ্যা এবং অর্থনৈতিক মন্দার মধ্যেও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ ঘোষণা করেন, বহু বছরের ক্রমবর্ধমান ঋণ সংকট থেকে ইউরোপ এখন মুক্ত।

জাপানে তিনদিনের সফরকালে প্রেসিডেন্ট ওলাদ বলেন, “ আপনাদের অবশ্যই বুঝতে হবে যে ইউরোপ এখন অর্থনৈতিক সংকট মুক্ত”।

শনিবার প্রেসিডেন্ট ওলাদের এই উক্তির এক সপ্তাহ আগেই ইউরোপের শহরগুলোর রাস্তায় হাজার হাজার মানুষ অবস্থান নেয়। তারা “ত্রয়িকা”-র প্রতি তাদের ক্ষোভ দেখায় যা অর্থনৈতিক সংকটের জন্য দায়ী বলে তারা মনে করছেন।

১৭ বছর পর একজন ফ্রান্স প্রেসিডেন্ট হিসেবে ওলাদের প্রথম জাপান সফরে তিনি বলেন,  ইউরোপের এখন অর্থনৈতিক অংশীদারিত্ব গড়তে সহযোগিতার প্রয়োজন। এটা উভয় পক্ষের জন্যই মঙ্গলজনক হবে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply