• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রুশ গোয়েন্দা আনা স্নোডেনকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন

| জুলাই 6, 2013 | 0 Comments

ইউরোবিডি আন্তর্জাতিক: একটি ট্যাবলয়েড জানিয়েছিল, বর্তমানে রাশিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন (৬০)। কিন্তু রাশিয়ায় পুতিনের একজন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব হয়েছে।

রাশিয়ার এক বিমানবন্দরে কার্যত বন্দি হয়ে থাকা পুতিনের অর্ধেক বয়সী এ মানুষটির নাম এডওয়ার্ড স্নোডেন। তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন সুন্দরী রুশ গুপ্তচর আনা চ্যাপম্যান।

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দশ সহযোগীসহ মার্কিন কর্তৃপক্ষের হাতে বন্দি হয়েছিলেন আনা। পরে নিজ নিজ পক্ষের বন্দি গুপ্তচর বিনিময়ের মাধ্যমে ২০১০ সালে রাশিয়ায় ফিরে আসেন আনা।

অপরদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ইন্টারনেট ও ফোনে আড়িপাতার গোপন গোয়েন্দা কর্মসূচি ফাঁস করে নিজ দেশের সরকারের রোষানলে পড়েন এনএসএর সাবেক ঠিকাদার স্নোডেন।

৩০ বছর বয়সী আকর্ষণীয় তরুণ স্নোডেনকে টুইটারের মাধ্যমে এ প্রস্তাব দেন লাল চুলের রুশ সুন্দরী আনা। বুধবার রাতে আনা চ্যাপম্যানের নাম ও তার ছবি আঁটা একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি টুইটে বলা হয়, ‘স্নোডেন, তুমি আমাকে বিয়ে করবে?’

কয়েক ঘণ্টার মধ্যে কোনো উত্তর না আসায় একই অ্যাকাউন্ট থেকে আরেকটি টুইটে বলা হয়, ‘এনএসএ, আমাদের সন্তানদের দেখভাল করতে পারবে তোমরা?’ এটি স্পষ্টই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোয়েন্দা ক্ষমতাকে ব্যঙ্গ করে বলা হয়েছে।

স্নোডেনকে বিয়ের প্রস্তাব সত্যিই তিনি পাঠিয়েছেন কি না, ই-মেইলের মধ্যমে জানতে চাওয়া হলে তাত্ক্ষণিভাবে কোনো সাড়া দেননি ৩১ বছর বয়সী আনা। গুপ্তচরবৃত্তির অভিযোগে তার বিরুদ্ধে মামলা ঝুলছে যুক্তরাষ্ট্রে।

অপরদিকে গত ২৩ জুন থেকে মস্কোর শেরমেতেভো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় আশ্রয় নিয়ে আছেন স্নোডেন। রাজনৈতিক আশ্রয় চেয়ে বেশ কয়েকটি দেশে আবেদন জানিয়েছেন তিনি।

Category: 1stpage, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply