• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বৃটিশ রাজপরিবারে নতুন অতিথি

| জুলাই 6, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: বৃটিশ রাজপরিবারে যে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে, তাকে নিয়ে জল্পনা-কল্পনার জাল বুনে চলেছেন আপনজনেরা। ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক আত্মীয়া অনুমান করছেন যে, বৃটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হবে একটি মেয়ে সন্তান এবং প্রথা অনুসারে প্রিন্স উইলিয়াম ও কেট দম্পতি তাদের সন্তানের নাম রাখবেন এলিজাবেথ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। ৭২ বছর বয়সী পেনশনভোগী ওই আত্মীয়ার নাম লিলিয়ান লোয়ার্স। তিনি মন্তব্য করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই বৃটিশ রাজপরিবারে নতুন অতিথির আগমন ঘটবে। সময়টাও তিনি অনুমান করেছেন। লিলিয়ান বলছেন, বেলা ২টা থেকে রাত ঠিক ১২টা বাজার আগেই ভূমিষ্ঠ হবে শিশুটি। তিনি এটাও মনে করছেন যে, নবজাতক কন্যা-সন্তানটির ওজন ২ দশমিক ২৬ কেজির নিচে হবে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply