বুধবারের মধ্যে সিরিয়ায় হামলা হতে পারে: ফ্রান্স
ইউরো সংবাদ: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, আগামী বুধবারের মধ্যে সিরিয়ায় সামরিক হামলা হতে পারে। তিনি আরো বলেছেন, সামরিক হামলা থেকে ব্রিটেন সরে গেলেও তাতে তার দেশের অবস্থানে কোনো পরিবর্তন হবে না।
ফরাসি দৈনিক লা মন্ডের সঙ্গে (শুক্রবার) এক সাক্ষতকারে ওলাঁদ বলেছেন, দামেস্ক সরকারের বিরুদ্ধে ফ্রান্স সুনিশ্চিত ও সমানুপাতিক হামলা চালাবে।
ব্রিটেনকে ছাড়া ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে হামলায় অংশ নেবে কিনা -এমন প্রশ্নে ওলাঁদ ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। তিনি বলেন, সামরিক অভিযানে অংশ নেবে কিনা তা প্রতিটি দেশ স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারে। ব্রিটেন নিজের স্বাধীনতায় সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সার্বভৌম।
আগামী বুধবার ফ্রান্সের জাতীয় সংসদ সিরিয়া বিষয়ে জরুরি অধিবেশনে বসবে।
Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ