• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ঋণ পরিশোধের জন্য ৫০টি ঐতিহাসিক স্থান বিক্রি করবে ইতালি

| অক্টোবর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: অর্থনৈতিক মন্দায় জেরবার হেয় যাওয়া ইতালি সরকারি ঋণ পরিশোধের জন্য দুর্গ এবং ১৮ শতকের প্রাসাদসহ ৫০টি ঐতিহাসিক কেন্দ্র বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 চলতি বছর দেশটির বাজেট ঘাটতি তিন শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যে এ সব ঐতিহাসিক সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেয়া সীমা অনুযায়ী সরকারি ঘাটতি মোট উতপাদনের (জিডিপি) ৩ শতাংশ অতিক্রম করতে পারবে না।

 ইতালির ১৮ শতকের প্রাসাদ ভিলা মিরাবেল্লো মিলান নগরীর কাছে অবস্থিত। এছাড়া, ওর্সিনি ওদেসকালচি প্রসাদটি অবস্থিতরাজধানী রোম থেকে প্রায় ২৭ মাইল দূরের ব্রাসিয়ানো শহরে।

 ইতালির অর্থনৈতিক মন্দা ২০১১ সালে সূচনা হয়। অবশ্য, ব্যয় হ্রাসের কঠোর পদক্ষেপ নেয়া সত্ত্বেও গত এক দশক ধরে ইউরোজোনের দেশগুলোর মধ্যে ইতালির অর্থনীতির সবচেয়ে ধীর প্রবৃদ্ধি ঘটছে।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy

About the Author ()

Leave a Reply