সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার স্পেনের রাষ্ট্রদূত হলেন
দেশের খবর: অবসরকালীন ছুটিতে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে তিন বছরের জন্য স্পেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
আদেশে অবসর উত্তর ছুটি বাতিলের (পিআরএল) শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ করা হয়।
হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশ পুলিশ বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে ২০১০ সালের ৩১ আগস্ট দায়িত্ব পান। প্রায় সাড়ে চার বছর আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
হাসান মাহমুদ দুই সন্তানের জনক। তার সহধর্মিনী রোমাইসা সামাদ সমাজকর্মী হিসেবে একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত। হাসান মাহমুদ রংপুর জেলার পীরগাছায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খন্দকার আবুল হাসেম পুলিশ কর্মকর্তা ছিলেন।
Category: 1stpage, Community Spain, Scroll_Head_Line, দেশের খবর, শীর্ষ সংবাদ